রংপুর থেকে হারুন উর রশিদ।-‘নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সম অধিকার নিশ্চিত কর’ এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি হাসনা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা জামান ও সহ সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী। এসময় সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ ছাড়াও গণমামাধ্যমে কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রংপুর জেলা শাখা আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন সংগঠনের সাথে মোমবাতি প্রজ্জ্বলন, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পোস্টার বিতরণ, ৩০ নভেম্বর রঙ্গপুর সাহিত্য পরিষদে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ কার্যক্রম সমন্বিত করার লক্ষে সেবা প্রদানকারী সংস্থা গুলোর সাথে মতবিনিময়,১ ডিসেম্বর পীরগাছা উপজেলায় ও ২ ডিসেম্বর নগরীর শতরঞ্জিপাড়ায় বৈষম্য মূলক পারিবারিক আইন সংস্কার ও সম্পদ-সম্পত্তিতে সমঅধিকারের দাবিতে তৃণমূল পর্যায়ে মতবিনিময় সভা, একই দাবিতে ৪ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা, ৮ ডিসেম্বর মিঠাপুকুরের বদলীপুকুর মিশনে আদিবাসী নেতৃবৃন্দ ও তরুণ-তরুণীদের সাথে সম্পদ-সম্পেিত্ত সমাধিকার বিষয়ে মতবিনিময় সভা, ৯ ডিসেম্বর পায়রাবন্দে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদনও আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ বিভিন্ন বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক সমীক্ষায় আমাদের কাছে তথ্য এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সারাদেশে ৯৯১জন নারী ও কন্যা শিশু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছেন। রংপুর নগরীসহ জেলাতেও এই সংখ্যা আশংকাজনক।
Leave a Reply