সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রমের উদ্বোধন রংপুরে মৃত্যুর সাত মাস পরে কবর থেকে তরুণীর লাশ উত্তোলন রংপুরে আলুর ন্যায্য মূল্যের দাবিতে কৃষিমন্ত্রীকে স্মারকলিপি পেশ রংপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক কর্মশালা দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দিনাজপুর চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের প্রতি অভিনন্দন মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন শেখ হাসিনা-মনোরঞ্জন শীল স্মার্ট কর্মসংস্থান মেলা সম্ভাবনার নবদিগন্ত উম্মোচন করবে-স্পীকার  বর্তমান যুগে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে তিস্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও কৃষি ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ  

রংপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ১৯৯ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে চার জেলার আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকারসহ হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে পীরগঞ্জে ৩, মিঠাপুকুরে ১, কাউনিয়াতে ১, পীরগাছায় ১, সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ১, পুলিশ সদস্য ১ জন এবং নগরীর ধাপে ২, কোরানীপাড়াতে ২ জনসহ শাপলা চত্বর, মাষ্টারপাড়া, লালবাগ, রাধাবল্লভ ও রামগোবিন্দ এলাকার ১ জন করে রয়েছেন।

এছাড়াও কুড়িগ্রাম সদরে ৯, রাজারহাটে ৩, উলিপুরে ২, ভুরুঙ্গামারীতে ১, রৌমারীতে ১ জন, গাইবান্ধা সদরে ৬, গোবিন্দগঞ্জে ২, সাদুল্যাপুরে ১ জন এবং লালমনিরহাট সদরে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৭, কুড়িগ্রামে ১৬, গাইবান্ধায় ৯ এবং লালমনিরহাট জেলার ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৬ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগের আট জেলায় মঙ্গলবার (২৮ জুলাই) ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬৯ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আট জেলায় মৃত্যু হয়েছে ১০৫ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com