রংপুর প্রতিনিধি।- ১৬ জুলাই/২৪ খ্রি: রংপুরে কোটা বিরোধী ও কোটা সমর্থমকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনার সময় রংপুরে শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদিন (১৬ জুলাই) মঙ্গলবার দুপুর ২টা থেকে এই সংঘর্ষ শুরু হলে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোড়েন এতে আবু সাইদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
নিহত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমর্থক । এলাকাবাসীর সূত্রে জানা গেছে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র আবু সাইদ । মকবুল হোসেনের দুই স্ত্রীর ৬ ছেলে ৩ মেয়ে।
Leave a Reply