শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

রংপুরে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৩৫ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা।এ অঞ্চলের তরুণ প্রজন্মকে বইমুখী ও লেখকদের সাহিত্যচর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রংপুর টাউন হল চত্ত¡রে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকির হোসেন। রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন হেমেদ, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.ডবিøউ.এম রায়হান শাহ্।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়নের সার্বিক ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় চার দিনব্যাপী শুরু হওয়া এই বইমেলা বাস্তবায়ন করছে রংপুর জেলা প্রশাসন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।
প্রতিদিন কবিতা আবৃতি, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে। বইমেলায় বাংলা একাডেমিসহ ঢাকা ও রংপুরের মোট ২০টি প্রকাশনী এবং লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনসহ মোট ৪১টি স্টল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com