রংপুর প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসাবে রংপুর মহানগর কৃষক দল এর আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন শাক-সবজীর বীজ বিতরন করা হয়েছে। কর্মসূচীর প্রথম দিনে শনিবার বিকেলে নগরীর ১৪ নং ওয়ার্ডের গোলাগোঞ্জ হাট মনোহরপুর হাই স্কুল মাঠে দুইশত দুঃস্থ গরীব অসহায় কৃষককের মাঝে লাউ, টমেটো, ঢেঁরশ, কলমি-শাক, লালশাক, পুইশাক, সিম, বরবটির বীজ বিতরন করা হয়। গতকাল রোববার বিকলে নগরীর ১২নং ওয়ার্ডের চক ইসুবপুর বাজারের একটি চাতালে আরও দুই শতাধিক কৃষককে এসব বীজ প্রদান করে মহানগর কৃষক দল।
এসময় উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম , ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু আহমেদ, মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক আলহাজ মোবারক আলী, আতাউর রহমান, মাহামুদ্লু হাসান (হাসান), রোস্তম আলী, ১৭ নং ওয়ার্ডের আহবায়ক মোঃ মোকলেছুর রহমান, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, ১৪নং ওয়ার্ডের আহবায়ক মোঃ আজহার আলী, সদস্য সচিব মোঃ মাসুদ রানা, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, শাবেরুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ওয়ার্ড কৃষকদলের নেতৃবৃন্দ।
Leave a Reply