রংপুর প্রতিনিধি।- চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাল করতে পারেনি জাতীয় পার্টি। রংপুরে ১৯টি ইউপি নির্বাচনে জাতীয় পার্টি জয় পেয়েছে মাত্র ৩টিতে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও ভাল করেনি। তারা জয় পেয়েছে ৮টিতে।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এই পরাজয়কে অনেকে মনে করছেন প্রার্থী বাছাই ঠিকমত না হওয়ায় এমনটা হয়েছে। যোগ্য প্রার্থী দিলে নির্বাচনে হার হত না। এর আগে তৃতীয় দফা ইউপি নির্বাচনে ভোটের হিসেবে জাতীয় পার্টি ভাল করতে পারেনি। গত ২৮ নভেম্বরের নির্বাচনে রংপুর বিভাগের ১৯টি উপজেলায় ১৫২টি ইউনিয়নের মধ্যে ৩০টি ইউনিয়নে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। জিতেছেন মাত্র ৮ টিতে।
এদিকে চতুর্থ দফা নির্বাচনে রংপুরের দুই উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের ৮টিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ। বাকিগুলোর মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৪টিতে স্বতন্ত্র প্রার্থী, ৩ টিতে জাতীয় পার্টি ও একটিতে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।
বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ৪টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪টিতে নির্বাচিত হয়েছেন। অপরদিকে গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ, ৩টিতে জাতীয় পার্টি ও একটিতে বিএনপি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে জানাগেছে, প্রার্থী বাছাইয়ে ভুল, বিদ্রোহী প্রার্থী ও সমন্বয়হীনতার কারণে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের পরাজয় হয়েছে।
Leave a Reply