স্টাফ রিপোর্টার।- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর গ্রান্ড গোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা
রংপুর জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা জেলা বিএনপির সাধারন সম্পাদক রইচ আহাম্মেদ এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক এমপি সাহিদার রহমান হোসনা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রানা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদল সভাপতি মাহফুজ উন নবী ডন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, রংপুর জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুর রহমান জাহিদ, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কৃষক দল আহবায়ক শাহ নেওয়াজ লাবু, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: নাজমুল ইসলাম হুদা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, রংপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাপলো চৌধুরী প্রমুখ। এতে রংপুর মহানগর-জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সকলস্থরের নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়।
Leave a Reply