শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

রংপুরে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী পালন করেছে যুবদল

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৬ তম জন্মবার্ষিকীতে উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর জেলা যুবদল এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগর কমিটির সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু প্রমুখ। এসময় মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বাবর বাবলু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজার রহমান বিপু,মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আরজানা বেগম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা,সহ-সাংগঠনিক সম্পাদক বর্ষণ আহমেদ বিপ্লব, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা যুবদলের অর্থ সম্পাদক আশরাফুল আলম, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন, জেলা মহিল দল নেত্রী রানী বেগম ও রতœা বেগমসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা-পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমান (বীর উত্তম ) এর রুহের মাহফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি এবং সুস্থতা কামনাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com