শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

রংপুরে ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তি উদযাপন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সহজে, দ্রæত ও স্বল্পব্যয়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৪ হাজার ৫০১টি ইউনিয়নে একযোগে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। যা বর্তমানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) নামে পরিচিত। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রংপুর টাউন হলে ডিজিটাল সেন্টারের ১১বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইটি ও শিক্ষা) এ ডাব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু ও রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান। জেলা প্রশাসক আসিব আহসান আরও বলেন, ডিজিটাল সেন্টারে ২৭০টির বেশি সেবা দেয়া হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- জমির পর্চা, নামজারি, ই-নামজারি, পাসপোর্টের আবেদন ও ফি জমাদান, জন্ম ও মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, হজ রেজিস্ট্রেশন, সরকারি সেবার ফরম, টেলিমিডিসিন, জীবনবীমা, বিদেশে চাকরির আবেদন, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সরকারি ফরম ডাউনলোড করা, পরীক্ষার ফলাফল জানা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবদেন করা, অনলাইন ভিসার আবেদন করা, কৃষি পরামর্শ ও তথ্যসহ ২শ’৭০টি সেবা দিয়ে থাকে। অনুষ্ঠানে রংপুর জেলার বিভিন্ন ইউনিয়ন সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com