রংপুর প্রতিনিধি।- রংপুর নগরীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর সেনপাড়া প্রাইমারি স্কুল এলাকার আব্দুল গফুরের ছেলে রায়হান বরকত উল্লাহ পরাগ (২৩) ও পীরগাছা উপজেলার পূর্ব দেবু ভাটিপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আলম রুবেল (৩০)।
আজ শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ফারুক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে নগরীর জুম্মাপাড়া রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে নানচাকু, ধারালো ছুড়ি, চাইনিজ কুড়াল, লোহার পাইপ, বাঁশের লাঠিসহ বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই যুবকসহ পলাতকদের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতয়ালী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply