রংপুর প্রতিবেদক।- ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে দ্বিতীয় দিনেও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর মহানগরী। আজ বুধবার দুপুরে রংপুর মহানগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রংপুরের সকল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জাতীয় যুব সংহতি, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।
এসময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কমিটির আহবায়ক সাজু রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, রংপুর জেলা আহবায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমুখ।
আন্দোলনকারী তাদের বুকে রাষ্ট্রতুমি ধর্ষকের ফাঁসি দাও-নয়তো জনগনের হাতে ছেড়ে দাও, যে দেশ চালায় নারী-সেদেশে কেন রোজ ধর্ষিত হয় নারী, হে রাষ্ট্র কুকুর নিধন বাদ দিয়ে ধর্ষক নিধন করাসহ বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, তারা ধর্ষন ও নারীর প্রতি সহিসংতা বেড়ে যাওয়ার জন্য বিচারহীনতা এবং রাষ্ট্রের দুর্বল পদক্ষেপকে দায়ি করে বলেন ধর্ষনের শাস্তি দ্রæত বিচার ট্রাইবনুালে বিচার করে প্রকাশ্যে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। একই দাবিতে সকাল থেকে নগরীর লালবাগ এবং কাচারী বাজার এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থী জনতা।
Leave a Reply