রংপুর থেকে সোহেল রশিদ।- রংপুরে বিয়ের নামে প্রতারণা করে প্রবাসী স্বামীর প্রায় মোটা অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে কলেজ শিক্ষক রায়হানুল ইসলামকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত রংপুর কোতয়ালীর বিচারক এফ.এম.আহসানুল হক এর আদালতে অভিযুক্ত স্ত্রী আফসানা সোহেলী ও তার প্রেমিক রায়হানুল হক হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ওই আদেশ দেন।
মামলার অভিযোগে জানা গেছে, রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা এটিএম আসাদুজ্জামান এর মেয়ে আফসানা সোহেলী তম্পি। তার সাথে মামলার বাদী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নিজাই খামার গ্রামের তোজাম্মেল হক মণ্ডলের ছেলে লন্ডন প্রবাসী ফরহাদুজ্জামান এর গত ২০১০ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয়। এর পর স্বামী লন্ডন চলে গেলে স্ত্রী রংপুর আঞ্চলিক বেতারের ঘোষিকা হিসেবে কর্মরত থাকার সময় তার প্রেমিক লালমনিরহাটের উত্তর বাংলা কলেজ শিক্ষক রায়হানুল ইসলাম এর সাথে খণ্ডকালীন কর্মসূত্রে রংপুর আঞ্চলিক বেতার কেন্দ্রে পরিচয় হয়। এর পর দু’জনে বিশেষ সম্পর্কে যুক্ত হয়ে প্রবাসী স্বামীর ব্যবসায়ীক সূত্রে প্রাপ্ত প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। স্বামী প্রবাসে থাকায় স্ত্রীর ব্যাংক হিসাবসহ বিকাশের মাধ্যমে তার উপার্জিত টাকা স্ত্রীর নিকট প্রেরণ করতেন। এর পরে প্রবাসে থাকাকালীন স্ত্রীর বিভিন্ন ফেসবুক আইডিসহ নানা সামাজিক প্রচার মাধ্যমে স্বামী ফরহাদুজ্জামান জানতে পারেন স্ত্রী আফসানা তম্পি তার প্রেমিক রায়হানুল এর সাথে বিশেষ সম্পর্কে লিপ্ত হয়ে তার প্রেরিত টাকা আত্মসাত করেছে। পরে তিনি গত ৭ মার্চ দেশে ফিরে ঘটনার সত্যতা জানতে পারেন এবং স্ত্রীর নিকট টাকার হিসাব চাইলে স্ত্রী তার প্রেমিক রায়হানুল ইসলামকে বিয়ে করেছে বলে জানায় এবং তাকে স্বামী হিসেবে অস্বীকার করেন।
এ ঘটনায় স্বামী ফরহাদুজ্জামান স্ত্রী আফসানা সোহেলী তম্পি ও তার প্রেমিক রায়হানুল ইসলামকে আসামী করে গত এপ্রিলের ১৬ তারিখ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত রংপুর কোতয়ালীতে একটি মামলা (সিআর- ৪৯০/২৪)দায়ের করেন। ওই মামলায় বিচারক এফ.এম.আহসানুল হক দুই আসামীর বিরুদ্ধে গত ১৬ এপ্রিল গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর পরে আজ রোববার ওই আদালতে দুই আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত স্ত্রী আফসানা সোহেলী তম্পির জামিন মঞ্জুর করেন এবং প্রেমিক রায়হানুল ইসলাম এর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
Leave a Reply