প্রেস বিজ্ঞপ্তি।-রংপুর নগরীতে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ফিউশন ডেন্টাল ইমপ্ল্যান্ট সেন্টার। নগরীর ধাপ বাংলাদেশ মোড়ে অবস্থিত রংপুর লাইফ লাইল কমিউনিটি হসপিটাল লিমিটেড এই চেম্বারের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু। রংপুরের মানুষের দন্ত সেবার জন্য উন্নত চিকিৎসার ব্রত নিয়ে এই চেম্বারে নিয়মিত রোগী দেখবেন কমিউনিটি ডেন্টাল কলেজের প্রভাষক ডা. রাকেশ মাহবুব প্রীতম ও ডেন্টাল সার্জন ডা. সাইমা সুলতানা ণওরিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিটোর (পঙ্গু হাসপাতাল) ঢাকা সাবেক পরিচালক অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক সুকুমার মজুমদার, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ আ.ন.ম. মুসা সিদ্দিক, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমান, রংপুর কমিউনিটি হাসপাাতাল ও কলেজের ডিএমডি আশরাফুল আলম আল আমিন, কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যাপক ডা. আব্দুল্লাহ্ আল মামুন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply