রংপুর প্রতিনিধি।-রংপুর মহানগরীতে পৃথক দুই স্থানে বজ্রপাতে সাবেক এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। ৯ জুলাই ২০২০ বৃহস্পতি বার দুপুরে নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা দূর্গাপুর ও আক্কেলপুর এলাকায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- দর্শনা ভূরারঘাট দূর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলী (৬২)ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক (৩৫)। জানা গেছে সকালে নিহতরা জমিতে কাজ করতে যায় বেলা সাড়ে এগারোটার সময় বৃষ্টিপাত শুরু হলে তারা বজ্রপাতের শিকার হন। অপরদিকে এদিকে একই দিন দুপুরে ধান ক্ষেত দেখতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে সাবেক ইউপি সদস্য হাজী মোবারক আলীর।
Leave a Reply