রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে বিদ্যুতের টানাটানি চলছে; সেই কারণে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।
এ ঘটনা ঘটে ২৩ মে,মঙ্গলবার রাতে। রাত ১১টা থেকে ১ ঘণ্টার বেশি সময় শিক্ষার্থীরা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এ সময় রাস্তার দুই পাশে লম্বা যানজট তৈরি হয়। পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় বিদ্যুৎ সংযোগ চালু হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এদিকে শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টদের বিরুদ্ধে। আন্দোলনের পুরো সময় ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে শিক্ষার্থীদের আন্দোলনের স্থলে দেখা যায়নি।
এব্যাপারে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি হোসেন আলী জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠানো হয়েছে।
Leave a Reply