হারুন উর রশিদ সোহেল।- রংপুরে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩। ৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে রংপুর সদর দপ্তরের সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে র্যাব-১৩ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম বাওরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ৬৪৮ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি কালো রঙ্গের মাইক্রো ও মোবাইলসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন- রংপুর জেলার বাদল হাসান ওরফে জীবন (২৮) ও ঠাকুরগাঁও জেলার শ্রী মানিক দাস (৩৫)কে গ্রেফতার করেন।
তিনি আরও বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীদের বিরুদ্ধে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply