রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে বিভাগীয় পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বিভাগীয় ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রংপুর বেতারের উপস্হাপক, বিশিষ্ট আলেমে দ্বীন ও খতিব ইউছুফ খন্দকার গালিবের সঞ্চালনায় এবং পরিচালক মো: শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান।মূখ্য আলোচক ছিলেন বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধাক্ষ্য আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী সরকার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম।
এছাড়াও উপস্হিত ছিলেন রংপুর বিভাগের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকবৃন্দ, উদ্বোধনকৃত মডেল মসজিদের ইমামবৃন্দ,ইমাম সমিতির সভাপতি, প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মসজিদের খতিববৃন্দ।কর্মশালা শেষে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply