রংপুর প্রতিবেদক।- বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রংপুর মহানগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সকল স্তরের শিক্ষাকে জাতীয় করণের দাবি জানানো হয়।
৫ অক্টোবর সোমবার দুপুরে নগরীর ধাপ লালকুঠি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর মহানগর কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় শিক্ষা উপ পরিচালক মোহা: আখতারুজ্জামান। সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসআর ফারুক, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। এতে রংপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply