বজ্রকথা প্রতিনিধি।-১ জানুয়ারী/২২ খ্রি: শনিবার সন্ধ্যায় রংপুরে ভাওয়াইয়া অঙ্গন,রংপুর বিভাগীয় শাখার ২০২২-২০২৬ মেয়াদি কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। ভাওয়াইয়া অঙ্গন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সালমা মোস্তাফিজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় বক্তব্য রাখেন ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, ভাওয়াইয়া অঙ্গনের নির্বাহী সদস্য কবি সুলতান আহমেদ সোনা,বিশিষ্ট সঙ্গীত শিল্পী নবগঠিত কমিটির সভাপতি মোঃ হারুন উর রশিদ, সদস্য সচিব সঙ্গীত শিল্পী রণজিৎ কুমার রায় প্রমুখ।
গত ৩১ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার সন্ধ্যায় ভাওয়াইয়া অঙ্গনে, রংপুর বিভাগীয় শাখার ২০২২-২০২৬ মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এই কমিটি বিভিন্ন পদে যারা রয়েছেন তারা হলেন, সভাপতি – মোঃ হারুন অর রশিদ, সহসভাপতি – এমাদউদ্দিন আহমেদ, সচিব – রণজিৎ কুমার রায়,যুগ্মসচিব – হরিদাস চন্দ্র রায়,অর্থ সচিব – সৌরভ রায়,সাংস্কৃতিক সচিব – মাহমুদা আখতার মিতু, সাংগঠনিক সচিব – পুতুল রায়,প্রচার সচিব – ফারজুল ইসলাম,দপ্তর সচিব – ইকতেদাম হোসেন টুটুল, যুগ্ম অর্থ সচিব – আমজাদ হোসেন সরকার, নির্বাহী সদস্য – সুলতান আহমেদ সোনা,নির্বাহী সদস্য – জাহেদুল ইসলাম জাহিদ, নির্বাহী সদস্য – সিরাজুল ইসলাম সোনা, নির্বাহী সদস্য – শ্রী সুরেশ চন্দ্র রায়,নির্বাহী সদস্য – মুকুল দাস, নির্বাহী সদস্য – ধীরেন্দ্রনাথ রায়, নির্বাহী সদস্য – মোঃ আব্দুস সালাম।
Leave a Reply