রংপুর প্রতিনিধি।-মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর টাউন হল অডিটডিয়ামে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট রংপুর বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশ শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা আন্দোলনের রংপুর বিভাগের অন্যতম সংগঠক ও রংপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মাওলানা নুরুল আবছার দুলালের স্মৃতিচারণ করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ। উদ্বোধন করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়কারী কাজী মোঃ ফয়জুর রহমান, মুখপাত্র এসএম জয়নুল আবেদী জিহাদী, মুখপাত্র শামসুল আলম, যুগ্ম সচিব মাওলানা আব্দুস সাত্তার, প্রধান আলোচক ছিলেন ঐক্যজোটের সদস্য সচিব তাজুল ইসলাম ফরাজী, সমাবেশে বল্লভ বিষু ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা মাওলানা আতিয়ার রহমাান ও হাফেজ মনিরুজ্জামান মনির যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা আল আমিন, বশির উল্লাহ আতাহারী, মাওলানা নুরন্নবী আলী, মজনু মন্ডল, মাও: সাইফুল ইসলাম, গোলাম আজম, একরামুল হক, আ: মমিন জিহাদি, সাইফুল ইসলাম, ফজলুল হক, মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মাহাতাব আলী, ওফায়েত উল্ল্যাহ, শাহ জাহান সাজু প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গোলাম রাব্বানী। এসময় কেন্দ্রীয়, রংপুর বিভাগ ও আট উপজেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ বছর বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা অবহেলা ও বঞ্চনার শিকার। তারা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় কিছু সুযোগ সুবিধা পেলেও শিক্ষকদের বেতনের কোন ব্যবস্থা নেয়া হয় নাই। এরমধ্যে অনেক শিক্ষক শূন্যহাতে অবসর নিয়েছেন। অনেক শিক্ষক মারা গেছেন। বর্তমানে যারা কর্মরত আছেন তারা এনসিটিবি কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী কুরআন সুন্নাহ ও আরবি ভাষা শিক্ষা দানের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বাংলা, ইংরেজী ও গণিত বিজ্ঞান প্রাথম শ্রেনী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যদান করে আসছেন। তাদের দাবি আদায়ের লক্ষে ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম হয়েছে। সরকারীভাবে আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাই অবিলম্বে সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে জাতীয় করণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষকমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে রংপুরের স্বতন্ত্র ইবতেদায়ীর প্রয়াত সভাপতি মাওলানা নুরুল আবছার দুলালসহ প্রয়াত সকল শিক্ষকবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply