মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

রংপুরে স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠন না হওয়ায়  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৯২ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে ৪ বছর অতিবাহিত হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় সভাপতির পদ ছাড়লেন আতাউর জামান বাবু। তিনি দীর্ঘ ৭ বছর ধরে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তার পদত্যাগ পত্রে নতুনদের জায়গা করে দিতে ও রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে নিজ থেকে অব্যাহতির আবেদন পত্র দিয়েছেন বলে জানান। বর্তমানে তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য পদেও রয়েছেন। ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু করা এ রাজনীতিবীদ এর আগে তিনি রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একবার রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়াও রংপুর-৩ আসন ও রংপুর সিটি কর্পোরেশনে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এদিকে বৃহস্পতিবার আতাউর জামান বাবুর অব্যাহতি নেওয়ার পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ। তিনি জানান, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতির আবেদনটি পেয়েছি। পরবর্তীতে কার্যকরী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। এর আগে এই বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com