রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৪ হত্যা মামলার তদন্ত করার দায়িত্ব সিআইডি পুলিশের কাছে দেয়া হয়েছে।
পুলিশ হেড কোয়াটারের এক নির্দ্দেশ নামায় এ আদেশ দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলা কালে গত ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে পুলিশের গুলিতে ৪জন নিহত হয়।
এরা হলেন শিক্ষার্থী আব্দুল্লা আল তাহির, ফল ব্যাবসায়ী মেরাজুল ইসলাম, সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন ও স্বর্ন শিল্পী মোসলেম উদ্দিন।নিহত এই ৪ জনের স্বজনরা বাদী হয়ে আদালতে পৃথক ৪টি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক ৪টি হত্যা মামলাই এজাহার হিসেবে রেকর্ড করার আদেশ দেন। আদালতের নির্দ্দেশের পর রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় ৪টি হত্যা মামলা রেকর্ড করা হয়। মামলাগুলো পুলিশ তদন্ত করছিলো।
এসব মামলায় ইতিমধ্যে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলকে র্যাব ঢাকার সাভার থেকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ্দ করে। পুলিশ ৪ হত্যা মামলাতেই আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার দেখানোর আবেদন করে দু দফা রিমান্ডে নেয়। এ ছাড়াও আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এদিকে পুলিশ হেড কোয়াটার থেকে ৪টি হত্যা মামলাই তদন্ত করার জন্য রংপুর সিআইডি পুলিশকে নির্দ্দেশ দেয়। পুলিশ হেড কোয়াটারের এডিশনাল ডিআইজি রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দ্দেশ দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ২/৩ দিনের মধ্যে ৪টি হত্যা মামলার সকল নথিপত্র সিআইডি পুলিশের কাছে হস্তানতরিত করা হবে বলে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানা সূত্রে জানা গেছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ‘আমরা চিঠি পেয়েছি। মামলার সকল নথি, তথ্য-উপাত্ত একত্রিত করার কাজ চলছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিআইডির কাছে হস্তান্তর করা হবে।’
সিআইডি রংপুর জোনের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান জানান, ‘হেডকোয়ার্টার্সের চিঠি আমরা পেয়েছি। সে অনুযায়ী আমরা প্রস্তুত। ২/৩ দিনের মধ্যে মামলার সব ধরনের নথিপত্র হাতে পাবো আশা করছি। পাওয়ামাত্রই তদন্ত কর্মকর্তা নিয়োগ করেই আমরা কাজ শুরু করবো। পাশাপাশি চলবে গ্রেফতার অভিযান।
Leave a Reply