হারুন উর রশিদ।- রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ বিভাগীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর স্টেডিয়াম মাঠে দিন ব্যাপি এ প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মেরিনা লাভলীসহ ক্রীড়া সংস্থার প্রতিনিধিবর্গ।
প্রতিযোগীতায় রংপুর বিভাগের পাঁচ জেলা থেকে আগত মহিলা টিম অংশ গ্রহণ করে। পরে বিকেলে রংপুর ও পঞ্চগড় জেলা ফাইনালে অংশ গ্রহন করে ৬-১২ গোলে পঞ্চগড় জেলার টিম জয়ী হয়।
এসময় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক লতিফা শওকত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় মহিলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মর্তুজা মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক বিজলী বেগম, সদস্য আরেফিন নাহার বিউটি, সদস্য নারগিস বেগম, নাহিদা ইয়াসমিন,জেলা আওয়ামী লীগের সদস্য ইক্তা লুনা প্রমুখ।
Leave a Reply