হারুন উর রশিদ সোহেল, রংপুর।- রংপুরে ইতিহাস ভাঙ্গা রেকর্ড পরিমান বৃষ্টির ৭২ ঘন্টা পরেও সৃষ্ট জলাবদ্ধতায় ভাসছে রংপুর নগরীসহ জেলার অধিকাংশ এলাকার মানুষ। নগরীর বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চলে এমন দৃশ্য দেখা গেছে। এতে করে পানিবন্দি অবস্থায় রয়েছে হাজার হাজার মানুষ। অনেকেই স্কুল-কলেজ, রাস্তাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন পরিবার-পরিজন নিয়ে। ফলে নগরবাবাসীর দুর্ভোগ বেড়েইে চলেছে। সাথে বাড়ছে মানুষজনের ক্ষোভ। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা প্রাঙ্গনেও হাঁটু পরিমাণ পানি রয়েছে। তবে পুলিশ কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে কোতয়ালী থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে অন্য থানা ও সার্ভিস ডেলিভারি সেন্টার থেকে। নগরবাসী অনেকেই সৃষ্ট জলাবদ্ধতা নিরষণে সিটি কর্পোরেশনের অবহেলাকেই দায়ি করেছেন।
এদিকে নগরীর নিচু এলাকা, পাড়া-মহল্লা-গলি, বস্তি ও বাসা-বাড়ির পানি নেমে না যাওয়াতে পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন। অনেকেই বাড়িতে রান্না করতে পারছেন না। কেউ কেউ রাস্তায় গিয়ে রান্না করছেন। আবার কেউ কেউ হালকা শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। অন্যদিকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারেরও তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধরা। গবাদি পশুর খামারিরাও দুর্ভোগে রয়েছেন।
জানা গেছে, গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত টানা ১২ টার রেকর্ড পরিমাণ বৃষ্টির পানিতে নগরীর অধিকাংশ এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে। যা রংপুরের ইতিহাসে প্রথম জলাবদ্ধতা বলে আবহাওয়া অফিস সূত্র জানা গেছে।
সরেজিমনে দেখা গেছে, নগরীর মুলাটোল, কোতয়ালী থানা এলাকা, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, গুপ্তপাড়া, খামারপাড়া, বাবুখা, নীলকন্ঠ, কুকরুল, খেরবাড়ি, বাবুপাড়া নুরপুর, বৈরাগীপাড়া, তাঁতীপাড়া, দর্শনা, পাঠানপাড়া, খাসবাগ, নাছনিয়া, পাটবাড়ি, পালপাড়া, কেরানীপাড়া, ধাপ, ইসলামবাগ, পর্যটনপাড়া, শালবন মিস্ত্রীপাড়া, হনুমানতলা, বোতলা, খলিফাটারি, পাবর্তীপুর, উপশহর, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া, ঈদগাহপাড়া, চকবাজার বাবুর বস্তি, আলমনগর লিচুবাগান, হোসেন নগর, মেকুড়া, শেখপাড়া, বনগ্রাম, পানবাড়ি, সিলিমপুর, লক্ষণপাড়া, মোগলেরবাগ, ডিমলা কানুনগোটলাসহ নগরীর অধিকাংশ এলাকায় এখনো হাঁটু পরিমাণ পানি জমে রয়েছে। অনেক স্থানে পানি নিষ্কাষণের ব্যবস্থা না থাকায় অনেকস্থানে রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। অনেক রাস্তা, বাড়ি ও ব্যবস্থা প্রতিষ্ঠানে এখনো পানি রয়েছে। ফলে এসব এলাকার অনেক পরিবার আশ-পাশের স্কুল-কলেজের উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন। অনেকেই আত্মীয়দের বাড়িতে অবস্থান নিয়েছেন। নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাপীঠ, মুলাটোল প্রাথমিক বিদ্যালয়, গুটিঘর, রাধাবল্লভ, শালবন,হোসেন নগর স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন চিত্র দেখা গেছে। এদিকে আশ্রয় নেওয়া এসব পরিবারকে স্বেচ্ছাসেবীরা নিজ উদ্যোগে খিচুড়িসহ শুকনো খাবার বিতরণ করছেন। তবে নগরীর বেশকিছু এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ঘরে ফিরেছেন স্থানীয়রা। নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্র শুকিয়ে নিচ্ছেন তারা। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনো নিশ্চিত করে বলতে পারেনি তারা। এবারের বন্যায় নগরীর ৩৩টি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন স্থানের অধিকাংশ পুকুর, শাক-সবজি ক্ষেত ও ফসলি জমি তলিয়ে গেছে। এতে মৎস্য ও কৃষিখাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে তৃতীয় দিনেও এমন জলাবদ্ধতায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন পানিবন্দিরা। স্কুল-কলেজে আশ্রয় নেওয়া মানুষরা উৎকন্ঠায় সময় অতিবাহিত করছেন। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনের সম্বয়নয়হীনতা ও দায়িত্ব অবহেলায় অপূরণীয় ক্ষতি ও ভোগান্তির শিকার হয়েছেন। দুর্যোগের আগাম সর্তকবার্তা দিলে হয়তো তারা এত বিপাকে পড়তেন না। প্রস্তুুতি নিতে পারতেন।
পানিবন্দি মানুষের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি বা কেউ তাদের খোঁজ-খবর নিচ্ছেন না। অনেকেই কোন সহায়তা পাননি। তারা সিটি মেয়র ও কাউন্সিলরদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ আবার তাদের পদত্যাগও দাবি করেন।
নগরীর ৩৩ নং ওয়ার্ডের হোসেন নগর বগুড়াপাড়ার আমিনুল ইসলাম ও সোহাগ মিয়া জানান, তাদের এলাকায় এখনো পানি কমেনি। বরং বাড়ছে। ঘাঘট নদীর তীরবর্তী এলাকা হওয়াতে তাদের প্রতি বন্যায় ভোগান্তিতে পড়তে হয়। তারা আরও জানান, তাদের মহল্লাসহ হোসেননগর, মেকুড়া, মুসলিমপাড়া, মোগলেরবাগ, হিন্দুপাড়াসহ পাশ্ববর্তী পায়রাবন্দ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এখনো কোথাও হাটু পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে। অনেকের বাড়িতে রান্না হচ্ছে না। শুকনো খাবার খেয়েই থাকতে হচ্ছে।
নগরীর মুলাটোল থানা এলাকার ব্যবসায়ী রাসেলসহ বেশ কয়েকজন বলেন, রোববার থেকে স্কুলে পরিবার নিয়ে আছি দোকান খুলতে পারছি না। বাড়ির বিছানার ওপরেও এখনো পানি। কেউ কোন খোঁজ নিচ্ছে না। অসহায় হয়ে এখানে পড়ে রয়েছি।
অন্যদিকে এমন জলাবদ্ধতার কারণ হিসেবে নগরীর শ্যামাসুন্দরী খালের ভরাট হওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও নগরীর ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তার সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে আবর্জনায় ভরে গেছে এসব ড্রেনেজ। ফলে পানি নেমে যেতে পারছে না।
রংপুরের বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ পরিষ্কার করতে হবে। শ্যামাসুন্দরী খালসহ বিভিন্ন খালগুলোর সঙ্গে নদীর সংযোগের ব্যবস্থা করতে হবে। তাতে দ্রুত পানি নেমে যাবে। নাহলে আবারও এমন চিত্র দেখতে হতে পারে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি করপোরেশন থেকে পানি নামানোর কার্যক্রম চলছে। সিটি করপোরেশন ও জেলা প্রশাসন পানিবন্দী মানুষের মাঝে ইতোমধ্যে খাবার বিতরণ করেছে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, তাদের ৮০টি টিম আটকে থাকা পানি নিরসনে কাজ করছে। শ্যামা সুন্দরী খাল ভরাট ও ঘাঘটের পানির স্থর বেড়ে যাওয়ায় আবদ্ধ পানি নামতে সময় লাগছে।
Leave a Reply