রংপুর প্রতিবেদক।- রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রংপুর মহানগর ছাত্রদল আয়োজিত এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইকবাল হোসেন শ্যামল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদলে কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমান সাগর, মাহবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক ইছামস্তাজ ইজাজ শাহ্, শাহাদাত হোসেন, কন্দ্রিয় সংসদের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুবদল কেন্দ্রীয় সংসদরে সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলল সভাপতি মাহফুজ উন নবী ডন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব প্রমুখ। এসময় বিভিন্ন জেলা, থানা ও ওযার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply