এল এইচ আকাশ।- ১০ জানুয়ারি ২০২২ সোমবার উপশহর ৩ নং মিতালী মাঠে বিকেল সাড়ে ৩টায় উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর অষ্টম দিনের খেলায় উপশহর ৮ নং ব্লক টিমের ৯ নং জার্সি পরিত খেলোয়াড় রমিজ রাজার গোলে হারলো উপশহর খেরপট্রি ।
খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও উপশহর মিতালি সংঘ এর সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল হক সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক আবু তাহের,সাবেক ফুটবলার ইকবাল হোসেন, মুক্তি, নেয়ামত,গরীব নেওয়াজ দুলাল, সারোয়ার হোসেন, প্রান্ত,মুন্না, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। খেলা পরিচালনা রেফ্রারী ওবায়দুর রহমান, সীমান্ত প্রহরী সুজিত রায়,ফয়জার। খেলার শুরুতেই উত্তোজনার মধ্যে দিয়ে বিরতীর পূর্বে ৯ নং জার্সি পরিনিত খেলোয়াড় রমিজ রাজার গোলে লিট পায় উপশহর ৮ নম্বর। বিরতীর পরে কোন দলেই গোল করতে না পারায় রাজার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
খেলাটি প্রাণবন্ত করার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে খেলার বিরতির পর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য যে, ১ জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় দিনাজপুর উপশহর মিতালী সংঘ খেলার মাঠে উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর উদ্বোধন উদ্বোধন করেন উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট কমিটির আহবায়ক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
Leave a Reply