সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

রাত পোহালেই পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮৫ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।– রাত পোহালেই ২১ মে/২৪খ্রি:  মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।

এই নির্বাচনে আগামীকাল সকাল থেকে পীরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১লাখ ৬৪ হাজার ২৫৬জন পুরুষ এবং ১লাখ ৬৫ হাজার ৪৯৮জন নারী ভোটার তাদের ভাটাধিকার প্রয়োগ করবেন।এবার ১২৩টি ভোট কেন্দ্রে ভোটপ্রদানের সুযোগ পাবেন ভোটারগণ।

ইতোমধ্যে ভোট গ্রহনের সার্বিক প্রস্তুতি গ্রহন করেছেন স্থানীয় প্রশাসন। এদিকে ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সহকারী পুলিং অফিসার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য/সদস্যাগণ কেন্দ্রে কেন্দ্র পৌছে গেছেন।

পীরগঞ্জ এবার  ৩পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে  প্রার্থী হয়েছেন ৩ জন। প্রার্থীরা হচ্ছেন ১। নুর মোহাম্মদ মন্ডল প্রতীক আনারস   ২। নরে আলম যাদু  প্রতীক লাঙ্গল ৩। মোকারম হোসেন চৌধুরী প্রতীক ঘোড়া ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  প্রার্থী হয়েছেন ৩জন। এরা হলেন ১।  মোছা: রওশন আরা বেগম রীণা  তার  প্রতীক কলস ২।মোছা: সেলিনা আকতার তার প্রতীক হাঁস ৩।মোছা: শিরিণা খাতুন, তার  প্রতীক ফুটবল।

এদিকে ভাইস চেয়ারম্যন পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৫জন এরা হলেন ১। মোঃ আবু আজাদ মিয়া বাবলু তার  প্রতীক চশমা ২।মোঃ শফিউর রহমান মন্ডল মিলন  তার  প্রতীক তালা ৩। মোনায়েম সরকার মানু তার প্রতীক টিয়া পাখি ৪। সাগর মিয়া তার প্রতীক টিউবওয়েল ৫।  মো: সালমান সিরাজ  তার প্রতীক  বই।

আশা করা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com