বজ্রকথা প্রতিনিধি।– রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বেশ কটি রাস্তার কাজ শেষ করেনি ঠিকাদার।
পীরগঞ্জ পৌরসভার বরাদ্দকৃত অর্থে প্রায় ৩ মাস পুর্বে কবি হায়াত মামুদ কেজি স্কুলের সমানে আংশিক রাস্তা, আনসার ও ভিডিপি অফিসে যাতায়াতের রাস্তা ,প্রাণি সম্পদ অফিসে যাতায়াতের রাস্তা, মহিলা বিষয়ক অফিস চত্বরে যাতায়াতের রাস্তা পাকা করার কাজ শুরু করেন কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম।
সে সময় রাস্তাগুলোতে বালি দেয়ার পর নিম্নমানের খোওয়া দিয়ে ৪ ইঞ্চি ঢালাই করা হয়। তারপর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তার কাজ বন্ধ রেখেছে ঠিকাদার।
প্রশ্ন উঠেছে কবে এই রাস্তাগুলোর কাজ শেষ হবে?
Leave a Reply