ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- রাস্তায় সন্তান প্রসবের ঘটনার “নিরাপদ চিকিৎসা চাই”(নিচিচা) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মা ও শিশু কল্যান কেন্দ্রে প্রসুতি দের চিকিৎস সেবা না দিয়ে বার বার বিতাড়িত করার ঘটনার আজ রবিবার দুপুরে শহরের ডিবিরোডে এক প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। গত ৬এপ্রিল ও ১২ আগষ্ট দুজন প্রসুতি কে মাতৃসদন থেকে বিতাড়িত করায় তারা রাস্তায় সন্তান প্রসব করেন। এই ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর তনু, আলমগীর কবীর বাদল, রিকতু প্রসাদ, কায়সার প্লাবন, ফারহান শেখ প্রমুখ। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১২ আগস্ট বুধবার গভীর রাতে গাইবান্ধার মা ও শিশু কল্যান কেন্দ্র(মাতৃসদন) এ প্রসব বেদনা নিয়ে চিকিৎসা নিতে আসেন সাঘাটা উপজেলার দরিদ্র পরিবারের গর্ভবতী জেমি বেগম। সেখানে দায়িত্বে থাকা সেলিনা বেগম তাকে চিকিৎসা সেবা না দিয়ে তাড়িয়ে দেন পরে গর্ভবতী ওই মা রাস্তায় সন্তান প্রসব করেন।
Leave a Reply