বিরল(দিনাজপুর)থেকে আতিউর রহমান।-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ৬ জুলাই সোমবার বিরল স্থলবন্দরের সাথে রেলসংযোগ স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শন শেষে বিরল রেলস্টেশনে শুভ উদ্বোধন করেছেন। বিরল স্থলবন্দরের সাথে রেলসংযোগ স্থাপনের সম্ভাব্যতা পরিদর্শনের পর ভান্ডারা ইউপি’র ঠনঠনিয়া চকশংকর এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায়এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম- পিপিএম (বার), পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু,উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পূণর্বাসন কমিটির সদস্য – সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল পোর্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ,সাধারণ সম্পাদক সুকিল চন্দ্র রায় প্রমূখ। এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপজেলা পরিষদে পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাঁদেরকে গার্ড অব অনার প্রদান করা হয়।
Leave a Reply