নবাবগঞ্জ ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ ডাকাতসহ অস্ত্র উদ্ধার করেছে।
জানা গেছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শেখপুরা চক দেওতৈর গ্রামে ১০/১২ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি নিশ্চিত হয়ে র্যাবের একটি আভিযানিক টহল দল ৫ অক্টোবর /২২ খ্রিঃ মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৪নং শেখপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডেস্থ গ্রামের চক দেওতৈর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টি দেশীয় অস্ত্র সহ আনোয়ার হোসেন রানা(৪২), সাং- চক দেওতৈর, শেখপুরা ইউনিয়ন, মোঃ রফিকুল ইসলাম(৩৮), সাং- দেওতৈর, শেখপুরা ইউনিয়ন, উভয় থানা- কোতয়ালী, এবং সাগর কুমার রায় (২০), সাং- গলাহার, আওলিয়া পুকুর ইউনিয়ন, থানা-চিরিরবন্দর, সর্বজেলাঃ দিনাজপুরদের গ্রেফতার করে।
উল্লেখ্য,ধৃত ডাকাত সদস্যরা এলাকার চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত অস্ত্রধারী ডাকাত সদস্যরা বেশ কিছু দিন ধরে দলবদ্ধভাবে দিনাজপুর টু চিরিরবন্দর সড়কের মাদারগঞ্জ সহ বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছে আসছে মর্মে স্বীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
Leave a Reply