লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় লাকসাম প্রেসক্লাবে লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে। বৃহস্পতিবার বিকেলে লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপনের সঞ্চালনায় এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরার নিকট সাংবাদিকদের করোনা সুরক্ষার জন্য ওই সামগ্রী হস্তান্তর করেন।
এসময় লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রচার সম্পাদক মিজানুর রশিদ, নুর উদ্দিন জালাল আজাদ, সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক সম্পাদক চন্দন সাহা, এম.এ মান্নান, জাহিদ হাসান, লাকসাম এপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মোঃ মহসীন খান, সুব্রত মল্লিক, সুমন যোসেফ রোজারিও, লাকি গোমেজ, স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার।
Leave a Reply