নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে দিনাজপুর প্রেসক্লাব। এরপর আলোচনা সভার আয়োজনও করে সংগঠনটি।
আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সদরের চেহেলগাজী বুদ্ধিজীবী কবরস্থানে স্থাপিত স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্শী বাচ্চু ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলয়াতনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল হুদা হেলাল, গোলাম নবী দুলাল, কংকন কর্মকারসহ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
Leave a Reply