গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার বিশিষ্ট লেখক ও প্রবীণ শিক্ষক অধ্যাপক মাজহার-উল মান্নানের ‘শিক্ষকতার চুয়ান্ন বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান ৮ জানুয়ারি/২২ খ্রি: শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৈনিক মাধুকরের সম্পাদক ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অনুষ্ঠানের শুরুতেই লেখক মাজহার-উল মান্নান তাঁর গ্রন্থের মুখবন্ধ তুলে ধরেন। পরে আলোচনায় অংশ নেন বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম, অধ্যাপক জহুরুল কাইয়ুম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা লেখক গোবিন্দলাল দাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, সিপিবি জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, সাংস্কৃতিক কর্মী দেবাশিষ দাশ দেবু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সনৎ সিংহ গোস্বামী।
Leave a Reply