বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
গাইবান্ধা থেকে বজ্রকথা প্রতিনিধি।- জেলার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়ের বিরুদ্ধে নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনগণ।
সম্প্রতি বিকেলে বিদ্যালয়টির সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়টির বৈদ্যুতিক সংযোগ বাজারের দোকানে-দোকানে দিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন অজিত কুমার। এছাড়া বিদ্যালয়ের গাছ ও মাটি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয়রা বলেন ,প্রধান শিক্ষক অজিত কুমার রায়কে বারবার বলেও এ বিষয়ে কোনো প্রতিকার পাননি তারা। বাধ্য হয়ে সরকারের বিভিন্ন দফতরে তার দুর্নীতির বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখন দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com