নবাবগঞ্জ ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও এলাকার করোনাসহ বিভিন্ন মহামারীতে সরকারি সহ নিজস্ব তহবিল থেকে কোটি-কোটি টাকা এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণের অগ্রসেনা শিবলী সাদিক এমপি’র রোগমুক্তির জন্য ৫নং পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজার জামে মসজিদে একটা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এমপি শিবলী সাদিকের পক্ষে সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদের অনুরোধে এ দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের সম্মানিত ইমাম সৈয়দ মাহমুদ মোস্তফা। মসজিদে শতাধিক মুসল্লি শিবলী সাদিক এমপ ‘র রোগমুক্তির জন্য প্রাণ খুলে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আজ মতিহারা বাজার মসজিদ সহ ৪ উপজেলায় এমপি মহোদয়ের আশু রোগ মুক্তির জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে এমপি মহোদয়ের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply