এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৈঠক শেষে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের কেউ না থাকলেও জামায়েতের আমির, বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ , জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতারা,জোনায়েদ সাকী, সুশীল সমাজ এবং অধ্যাপক ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন । সেনা প্রধান তার বক্তব্যে সকলকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি শৃংখলা ফেরাতে সকলের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেছেন, মহামন্য রাষ্ট্রপতির সাথে কথা বলে দ্রুত অন্তবর্তিকালীন সরকান গঠন করা হবে।সেই সাথে সকল হত্যাকান্ডের বিচার করা হবে।
Leave a Reply