উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলা পরিষদের সামনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি শেরপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সি সাইফুল বারী ডাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, অধ্যাপক আফরোজা নার্গিস সাথী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম হিরু সহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রূপকল্প বাস্তবায়নে দুর্নীতি এখন প্রধান অন্তরায়। শক্তিশালী দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা প্রসারের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করছে। তাদের এই প্রচেষ্টা সফল করার জন্য বক্তরা জনগণের প্রতি আহবান জানান। এসময় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, মানবাধীকার কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply