উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর পৌর শহরের বারোদুয়ারীপাড়া মাদ্রাসা গেট সংলগ্ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়িতে পটকা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়িতে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, শেরপুর পৌর শহরের বারোদুয়ারীপাড়া মাদ্রাসা গেট সংলগ্ন পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের বাড়িতে গত ৩০ নভেম্বর মঙ্গলবার রাত ৯টার দিকে কে বা কাহারা তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর ২টি পটকা নিক্ষেপ করে। এর মধ্যে একটি পটকা বাড়ির মুল দরজা সংলগ্ন কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি তিনি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেন। এ ঘটনায় ওই রাতেই আওয়ামীলীগ নেতা বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর ও উপজেলা আওয়ামীলীগের কমিটি নিয়ে ব্যঙ্গাত্বক পোস্ট দেওয়ার ৫ ঘন্টা পরে আমার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply