বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক আরপিএমপি ট্রাফিক বিভাগের  সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ ফুলবাড়ীতে  সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ২৪ লক্ষ টাকার বিতরণ  পলাশবাড়ীতে  এক কেজি গাজাসহ আটক- ১ হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে রুয়েট তৃতীয় এবার পীরগঞ্জের ৩৪৫০ কৃষক পেলেন সার ও ধান বীজ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পীরগঞ্জ এর কার্যক্রম সন্তোষজনক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পার্বতীপুর রেলওয়ে জংশনে তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল

শেরপুরে খাল খনন নিয়ে দু’পক্ষে সংঘর্ষের আশঙ্কা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯১ বার পঠিত

উত্তম সরকার,বগুড়া থেকে।- বগুড়ার শেরপুরের শিমলা-সাতবাড়িয়া সরকারি খাল খনন নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে করে তৈরী হয়েছে তীব্র উত্তেজনা। এমনকি যে কোন সময় এই দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ অবস্থায় বন্ধ হয়ে গেছে খাল খনন কর্মসূচি। ব্যক্তি মালিকানাধীন এক কৃষকের জমি দখল করে এই খাল খনন করা হচ্ছে মর্মে-অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক আজিজুল হক। অপরদিকে ওই খালটি খননের দাবিতে সোচ্চার আরেক পক্ষ। তাঁরাও খালটি খননের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত ভাবে দাবি করেছেন।
উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তর সূত্র জানায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা-সাতবাড়িয়ায় খাল খনন কর্মসূচি বিগত ১৫মে থেকে শুরু করা হয়েছে। দুই কিলোমিটার দূরত্ব এই খালটি খননের জন্য ব্যয় ধরা হয়েছে বিশ লাখ টাকা। আগামি ৩১ডিসেম্বরের মধ্যে খনন কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে খালটি খননের প্রায় আশিভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু খালের শেষ প্রান্তে ৫২শতক জমি ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করছে কৃষক আজিজুল হকের পরিবার। আর তাদের বাধার কারণেই খাল খনন কার্যক্রম বন্ধ রয়েছে বলে সূত্রটি জানায়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, খালের মধ্যে কৃষক আজিজুল হকের নিজস্ব জমি রয়েছে বলে দাবি করছেন। একই সঙ্গে খাল খনন করতেও নিষেধ করেছেন। এ কারণে খনন কাজ বন্ধ রেখেছেন তারা।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজিজুল হক বলেন, যে জমির ওপর দিয়ে খাল খনন করা হচ্ছে, তা আমাদের পরিবারের কেনা সম্পত্তি। দু’টি দাগে তাদের সম্পত্তির পরিমাণ ৫২শতক। সর্বশেষ মাঠ খতিয়ান তাদের নামে রয়েছে। ধান চাষের অনুপযোগী হয়ে পড়ায় এ জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। জমিটি তাদের সম্পত্তি হওয়ায় খনন কাজে তারা নিষেধ করেছেন। এছাড়া খাল খননের নকশাতেও সেটি পরিস্কারভাবে দেখা যায়। এরপরও স্থানীয় স্বার্থন্বেষী মহলের একটি মহলের প্ররোচনায় খাল খননের নকশা পরিবর্তন করে তাদের ব্যক্তি মালিকাধীন জায়গা দিয়ে খাল খননের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে আরেক পক্ষের নেতা মশিউর রহমানসহ একাধিক ব্যক্তির দাবি, বিগত সময়ে ওই জমির ওপর দিয়ে সরকারি উদ্যোগে খাল খনন করা হয়। সে সময়ে কেউ বাধা দেয়নি। কিন্তু এখন আজিজুল হকের পরিবার থেকে কেনা সম্পত্তি দাবি করে বাধা দেয়া হচ্ছে। অথচ এই খাল খনন হলে গ্রামের অনেক কৃষক লাভবান হবেন। জমিতে সেচ দিতে পারবেন। পানির আর সমস্যা থাকবে না। পাশাপাশি গ্রামের জলাবদ্ধতা থাকবে না। পানি নিষ্কাশনের সুবিধা হবে। তাই এই খাল খননের বাধা মেনে নেয়া হবে না। যে কোন মূল্যে খালটি খনন করতেই হবে। ঘটনাটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তারা। এই খাল খনন নিয়ে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়ায় যে কোন সময় সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, ঘটনাটি নিয়ে উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিবাদমান দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com