মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পীরগঞ্জ এর কার্যক্রম সন্তোষজনক বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি পার্বতীপুর রেলওয়ে জংশনে তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল মোংলায় বিশ্ব ধরিত্রী দিবস পালন তীব্র গরমে ২০০ রিকশাচালককে ক্যাপ ও ছাতা দিলেন ক্রিকেটার বিথী পীরগঞ্জে জুয়াড়ীসহ গ্রেফতার- ১০ জাতীয় শিক্ষা সপ্তাহের  প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান  আগামী কাল থেকে  বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দিয়েছেন -হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত

শেরপুরে চুরি যাওয়া মালামাল উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে চুরি যাওয়া মালামালসহ আন্তঃজেলা সংঘবদ্ধ চোরের ৫ সদস্যকে গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ। এসময় চুরি যাওয়া ৩টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি গ্যাস সিলিন্ডারসহ চুলা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে।

গত ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় শেরপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো: মোঃ জীবন হোসেন(২৯), মোসাদ্দেক হোসেন মক্কা(৩৫), বাবু মদন চন্দ্র মোহন্ত(৩০), সাখাওয়াত হোসেন শিমুল(৪০) ও রাজু সরকার(৩০)।

জানা যায়, আন্তঃজেলা সংঘবদ্ধ চোরেরা শেরপুর পৌর শহরের খন্দকার পাড়া এলাকা থেকে গত ২৫ নভেম্বর দিবাগত রাতে অ্যাডভান্স পাবলিক স্কুল এন্ড কলেজের অফিস কক্ষ রাখা ১টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, শান্তি নগর এলাকার সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস থেকে ল্যাপটপ ও খেজুর তলা এলাকার একটি বিরানী হাউজ থেকে রান্নার সরঞ্জামাদি চুরি করে নিয়ে যায়। এসব এলাকায় চুরির ঘটনায় শেরপুর থানার কয়েকটি পৃথক অভিযোগ দায়ের হয়। এর প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ গাজিউর রহমানের নির্দেশনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ সহ সঙ্গীয় ফোর্স কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিত চোরদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোরদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের হেফাজতে থাকা এবং চুরি যাওয়া ৩টি ল্যাপটপ ও ১টি ডেক্সটপ কম্পিউটার, ১টি গ্যাস সিলিন্ডারসহ চুলা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় অ্যাডভান্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, শেরপুর শহরের কয়েকটি চুরি সংঘটিত হয়। পুলিশ অভিযান চালিয়ে চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com