উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুরে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২১তম প্রতিষ্ঠা ও ২২ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনাসভা ও কেক কর্তন কর্মসূচী পালিত হয়েছে। ২০ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় দৈনিক ভোরের দর্র্পণ পত্রিকার স্থানীয় প্রতিনিধি এবিএম শফিকুল ইসলাম বাবলু এর আয়োজনে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবে এ কর্মসূচী পালিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। এসময় পৌর প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক সাখাওয়াত হোসেন জুম্মা, রাশেদুল হক, সৌরভ অধিকারী শুভ, বাধন কর্মকার কৃষ্ণ, পরিমল বসাক, রঞ্জন কুমার দে, উত্তম সরকার, শরীফ উদ্দিন সাকিদার, শুভ কুন্ডু, ইফতেখার আলম, মোজাফ্ফর আলী, বিমান মৈত্র প্রমখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকাকে বস্তুনিষ্ট ও নিরপেক্ষতামূলক সংবাদ প্রকাশে অধুনালব্ধ সমাজ আলোকিত করার একমাত্র মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা যেন পায়, সেই আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটি সফলতা কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
Leave a Reply