উত্তম সরকার, বগুড়া প্রতিনিধি।- বগুড়ার শেরপুর খামারকান্দি ইউনিয়নের ইউপি সদস্য পদে পুনঃ নির্বাচিত না হতে পরে জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা দখল করে ইটের প্রাচীন নির্মাণ করার অভিযোগ উঠেছে ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য এনামূল হক রানার বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়া তাঁইর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এনামুল হক রানা ১১ নভেন্বর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে ৩নং খামারকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ ভোটাররা তাকে পুনঃ নির্বাচিত না করায় প্রচন্ড ক্ষোভে রানা তার বাড়ির পাশের সরকারি রাস্তা বন্ধ করে টিনের বেড়া ও ইটদিয়ে প্রাচীর নির্মাণ করে মানুষের চলাচলের পথ বন্ধ করেছেন। জায়গাটি খামারকান্দি মৌজার রেকর্ড শর্তে বগুড়া জেলা প্রশাসকের নামে ১নং খাস খতিয়ান ভূক্ত হলেও সেখানে ঘর নির্মাণ করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী এনামূল হক রানার বিরুদ্ধে লিখিত ভাবে বগুড়া জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। মাগুড়ার তাইর গ্রামের আব্দুল ওয়াদুদ, আব্দুস সালাম, গোলাম হোসেন, রুবেল হোসেন, রিপন মিয়া, আব্দুল হামিদ, আব্দুর রউফ, আব্দুল হাকিম, ফিরোজ মোল্লা ও সাইফুল ইসলাম ২১ নভেন্বর মঙ্গলবার ওই লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও আবেদনের অনুলিপি বিচারের দাবীতে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় এবং দপ্তরে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, এনামূল হক রানা ভোটে হেরে গিয়ে ক্ষমতার দাপটে ৮ থেকে ১০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা সমস্যায় পড়েছি। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় আমরা তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাইনা। কিছু বলতে গেলে সে মারমুখী আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে এনামূল হক রানা বলেন, আমি আমার বাড়ীর অন্য পাশে দিয়ে চলাচলের জন্য নতুন রাস্তার জায়গা দিয়েছে।
উল্লেখ্য যে, অভিযোগের ভূক্তভোগীরা বলেন, অভিযোগের ১৫ দিন অতিবাহীত হলেও প্রশাসনের আইনানুগ কোন পদক্ষেপ গ্রহণ করেন নাই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply