এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরের কৃতি সন্তান, দিনাজপুর জেলার প্রাক্তন সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন উপ পরিচালক সর্বোজন শ্রদ্ধেয় ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ ইউনুস আলী চিকিৎসাধীন অবস্থায় আজ ১৭-১১-২০২০ আনুমানিক ভোর ৫টায় কুয়েত মৈত্রী হাসপাতাল ঢাকা মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি ৪নং পলাশবাড়ি ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি পার্বতীপুর পৌর এলাকার রোস্তম নগর মহল্লায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন। আজ বাদ মাগরিব তাঁর প্রথম নামাজে জানাজা পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে এবং বাদ এশাা গ্রামের বাড়ীতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে৷ তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে৷
Leave a Reply