ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রাণঘাতী করোনা মোকাবেলায় নিরলশ কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের চিন্তার কোন কারণ নেই প্রতিটি দুর্যোগে, দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি। সকল দূর্যোগে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। তিনি সব সময় দেশের জনগনের পাশে আছেন, থাকবেন। আপনারা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমি আপনাদের পাশে সব সময় আছি, থাকবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার দিবাগত রাতে কাহারোল উপজেলার ষোল মাইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নিগমানন্দ অনাথশ্রম ও বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী প্রদানকালে মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মীর মো. আল কামাহ তমাল, কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব বাগচীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply