শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্য কাজে যোগদান করবেন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।-  পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেছেন  মো. ময়নুল ইসলাম। দায়িত্ব পেয়ে তিনি পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব স্ব ইউনিটে যোগদানের নির্দেশ দিয়েছেন  ।

তিনি বলেছেন, দেশের এই অবস্থার জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী, অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তই দায়ী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন, আইজি মো. ময়নুল ইসলাম। সে হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্য কাজে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত আইজিপি আরো বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একটি শূন্যস্থান হয়তো তৈরি হয়েছে। তবে সেটি পূরণে আমরা কাজ শুরু করেছি। আশা করছি অচিরেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে কাজ শুরু করতে চাই।

আইজিপি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার অফিসার ও ফোর্সকে স্ব স্ব পুলিশ লাইনসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com