এস এ মন্ডল।- সম্প্রতিক সময়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরসহ স্থানীয় হাট বাজারে রিকসা ভ্যান, ব্যটারি চালিত অটো ও মাইক্রোবাসে করে মাইকে প্রচার চালিয়ে সস্তায় এল এ ডি বাল্প বিক্রী করা হচ্ছে।
এক জোড়া বাল্প মাত্র ৬০ টাকা। এই বাল্প কিনে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।জানা গেছে উত্তরাঞ্চলের এক শ্রেনীর প্রতারক বাড়িতে এল এ ডি বাল্প তৈরী করছে এবং ভুয়া কোম্পানীর নাম ঠিকানা সম্বলিত প্যাকেটে ভরে তা হাটে বাজারে বিক্রী করছে। সস্তা তাই কিনছে সাধারণ মানুষ।
অভিযোগ উঠেছে এই সব সস্তা বাল্পের স্থায়িত্ব ২০ থেকে ২৫ দিন মাত্র। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা সদরে বাল্প বিক্রী করতে আসা একজন বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান, বাল্পের আয়ু নির্ভ র করে ভাগ্যের উপর! বিষয়টি দেখা দরকার।
এই ভাবে মানহীন বাল্প বাজারজাত করে একটি চক্র হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে! এ ব্যাপারে প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এমনটাই আশা করে পর্যবেক্ষক মহল।
Leave a Reply