শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে যাবে -স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ৬ এপ্রিল/২১ খ্রি: মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানেই নাশকতা হবে কাউকে ছাড় দেব না। তিনি বলেছেন, যারা নাশকতা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চিহ্নিত হবেন, দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অজুহাতে বিভিন্ন স্থানে সহিংসতায় নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সহিংসতা রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।মামুনুল হকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি অপরাধ করলে মামলা তো হবেই, মামলা মামলার গতিতে চলবে। সেখানে কারও হাত নেই। যেই অপরাধ করেন মামলা হবেই এবং অপরাধ করলে আইন অনুযায়ী আদালত তার বিচার করবে। মন্ত্রী বলেন,আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সিদ্ধান্ত নিয়েছি, কঠোর অবস্থানে যাব এবং প্রয়োজনে জেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হচ্ছে জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী বসে যেখানে যা প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষায় তারা সেই ব্যবস্থাটি করবেন।তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা ভূমি অফিস, তহসিল অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, সালথা উপজেলায় বিনা কারণে, বিনা উসকানিতে ঘটনাগুলো ঘটিয়েছে সেখানে জমির মালিকানা, জরিপ ও নামজারির নিয়ন্ত্রণ করে ভূমি অফিসগুলো। তার রেকর্ডপত্র যদি পুড়ে যায় তাহলে ভুক্তভোগী হবে সেই এলাকার জনগণ। আমি সংশ্লিষ্ট এলাকার জনগণকেও আহবান করব তারা যেন এগুলোর প্রতিবাদ করেন এবং ভূমি অফিস ক্ষতিগ্রস্ত হলে তারাই ভুক্তভোগী হবেন, সেই জায়গায় তারা যেন এটার প্রতিবাদ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com