বজ্রকথা ডেক্স।- ১৬ সেপ্টেম্বর সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন,আমি দেখেছি সাংবাদিকতায় কিছু বিএনপি-জামায়াতপন্থি কিছু লোকজন এসেছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা কিছু লিখে দিলেই মনে হয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল এরা তা দেখে না।
প্রতিমন্ত্রী এ সময় বলেছেন, ১৯৪১ সালে কেরালা স্কুলে মিড-ডে মিল চালু করেছে। আমি সেখানে দেখে এসে পাইলটিং করেছি। এটা শিখবার বিষয় আছে কি না? তিনি বলেন, মিড-ডে মিলের বিশাল কর্মযজ্ঞ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য, শিক্ষা নেওয়ার জন্য ডিপিপিতে কিছু টাকা রাখা হয়েছে। এ নিয়েই হইচই। তিনি বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য খাবার রান্নার ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে হইচই করার কিছু নেই। আমার গ্রামেই তো খিচুড়ি রান্নার ছেলে-মেয়ে রয়েছে। এটা শিখতে আবার বিদেশে যেতে হয়? এটা নিয়েই বিএনপির রিজভী আহমেদ নানা কথাবার্তা বলেছে। তারা দেখেনি, পড়েনি কিছু। প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছুদিন আগে মিড-ডে মিল নীতিটা পাস হয়েছে। এটি প্রাথমিক পর্যায়ে আছে, ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এটা নিয়ে নিউজ ভাবমূর্তি ক্ষুণ্নের মতো মনে হয়। তিনি বলেন, আমার এলাকায় দেখেছি সমস্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে।তারা নেতিবাচক সংবাদ পরিবেশন করে সরকারকে বিব্রতশর পরিস্থিতিতে ফেলছে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply