রংপুর প্রতিবেদক।- রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেছেন, সাংবাদিকদের লেখনিতে সমাজের অসঙ্গতি দুরীভূত হয়। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সমাজের চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে কাজ করছে। কাজ করলে ভুল হবে তবে ভুল কাজের গঠনমুলক সমালোচনা করে সাংবাদিক। রংপুর নগরীর পাড়া মহল্লার সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে রসিক কাউন্সিলর ও প্রকৌশলীসহ সকল স্টাফরা নিরলসভাবে কাজ করছে। রসিক পরিষদ নগরীকে সাজাতে কাজ করে যাচ্ছে। নগরীর উন্নয়নের পাশাপাশি সিটি প্রেসক্লাব দৃষ্টিনন্দন করতেও সর্বাত্ত¡ক সহযোগিতা করা হবে। গত রোববার বিকেলে রংপুর সিটি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, কোষাধ্যক্ষ শাহিদুর রহমান শাহিদ, সাংবাদিক রেজাউল করিম বাবু, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক ও কবি হায়াত মাহমুদ মানিক, আহসান হাবিব রবু, শাহ আলম, এসএম লিটন, আল আমিন, আকতারুল ইসলাম আকতার, রবিউল ইসলাম দুখু প্রমুখ । এর আগে সিটি প্রেসক্লাবের পক্ষ থেকে প্যানেল মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply